-
মুমিন-কথন
সতর্কীকরণঃ ধর্ম ও নবীরাসুল নিয়ে নাস্তিকদের বলা আজেবাজে কথা আছে লেখায়। তাই ধর্মীয় বিষয়ে সংবেদনশীলদের লেখাটি পড়তে নিরুৎসাহিত করছি। লেখা পড়ে পাঠকের ধর্মানুভূতি আহত হলে তার দায় কোনক্রমেই লেখকের নয়। বহুদিন পর জীবনের অনেকগুলো সময় কালকে নষ্ট করলাম কিছু মুমিনের সঙ্গে হুদা তর্ক করে। বিষয়টা ছিল নবী মুহাম্মাদের (সাঃ) সমালোচনা করা যাবে কি যাবে না,…