-
সমকামিতা নিয়ে খেজুরে আলাপ
সমকামিতা নিয়ে জনগণের কান্নাকাটি এখনো থামেনি দেখছি। ট্রোল পোস্ট থেকে শুরু করে লাইকজীবী ছাগস্বামী সেলেব্রিটি ফেসবুকারের স্ট্যাটাস ও তাতে ছাগসম্প্রদায়ের ম্যাৎকার এখনো পুরোমাত্রায় চলছে। আবার উল্টোটাও ঘটছে, বিভিন্ন সময় জনগণকে জ্ঞান দান করে স্ট্যাটাস প্রসব করা সেলেব্রিটিরা এরকম সেন্সেটিভ বিষয়ে জনগণকে সত্যটা জানানোর ব্যাপারে একেবারেই স্পিকটি নট হয়ে আছেন। যারা হাউকাউ করছে, তাদের বক্তব্যে দেখলাম…