-
‘থিওরি’ কপচানোর আগে যে শব্দগুলোর অর্থ জেনে নেয়া জরুরী
ভাষার কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা, আমি যেটা অন্যকে বোঝাতে চাই, সেটাকে কিছু শব্দ বা বাক্যের মাধ্যমে অন্যের কাছে পৌঁছানো। নিত্যদিনের ব্যবহার্য নানা শব্দ দিয়ে বেশিরভাগ সময়ই হয়ত আমরা মনের ভাব প্রকাশের কাজটা চালিয়ে নিতে পারি, তবে গোল বাধে বিজ্ঞানের কোন বিষয় নিয়ে কথা বলতে গেলে। তখন আর এসব শব্দ আমাদের কাঙ্ক্ষিত অর্থটি বহন করে না। সমস্যাটা আরো প্রকট…