-
যেভাবে আমার বাবরি দোলানো মহান পুরুষ হয়ে ওঠা হলো না
ছোটবেলা ক্লাস সেভেনে প্রথমবার শামসুর রহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা পড়ার সময় কবি নজরুলের মতো ‘ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ’ হতে চেয়েছিলাম। ক্লাস এইট পর্যন্ত পিতার কড়া শাসনে ৩ ইঞ্চির বেশি চুল বড় রাখা হয়ে ওঠে নি। এরপরের চারটি বছর ডিআরএমসি’র অমানুষিক শৃঙ্খলে বন্দী হয়ে চুলের দৈর্ঘ্য সর্বোচ্চ ১ ইঞ্চিতেই সীমিত রাখতে হয়েছিলো। অতঃপর বিশ্ববিদ্যালয়…