-
যেভাবে ঘটে বিবর্তন
সুপারসনিক গতিতে বিবর্তন বিষয়ক তিন তিনটা নোট লিখে ফেললাম এবং যতটুকু আশা করেছিলাম তার চেয়ে ঢের বেশি সাড়া পেলাম বন্ধুদের কাছ থেকে (লাইক দেখে অবশ্যই সেটা বিচার করা যাবে না 😛 )। অতঃপর নিয়মিত তথা প্রতিটা নোটই পড়ে কিংবা নিদেনপক্ষে চেখে দেখেছেন, এমন পাঠককুলের একজন সেদিন এমন এক অদ্ভূত প্রশ্ন করে বসলো যে ভাবতে বাধ্য…