-
আমার কাছে তথ্য আছেঃ প্রসঙ্গ বিবর্তন
আগের লেখায় বলেছিলাম, ব্যাক্টেরিয়া-ভাইরাসের বিবর্তন আজকাল গোঁরা সৃষ্টিবাদীরাও স্বীকার না করে পারে না। তখন থেকেই মনে হচ্ছিলো এ ব্যাপারে কিছু নিদর্শন হাজির করা যাক। সে উদ্দেশ্যেই এই নোট। শুরু করবার আগে সৃষ্টিবাদীদের একটা দাবিকে নিয়ে কিছু কথা বলা যাক। সৃষ্টিবাদীদের একটা বহুল উচ্চারিত দাবি হচ্ছে – পরিব্যপ্তির* মাধ্যমে তথ্য বাড়ে না, বরং কেবল হ্রাসই পায়…