-
বুকের ও দু’টোঃ প্রসঙ্গ বিবর্তন
বুকের ও দু’টো কী? প্রশ্নটা সহজ, তবে উত্তরটা দেবার আগে অবশ্যই দু’দু’ বার করে কিছুটা ভাবনার প্রয়োজন আছে। জবাবে যদি আপনার মনে মানবদেহের বিশেষ কোন অঙ্গের দৃশ্য ভেসে উঠে থাকে, সেক্ষেত্রে আপনি আলবৎ সঠিক। কংগ্র্যাচুলেশন্স! আপনি ডার্টি মাইন্ডের অধিকারী, ঠিক আমার মতন। আর যদি কোন বেরসিক আঁতেলের মতো বলে বসেন, ও দু’টো হচ্ছে Vowel, দুঃখজনক…