-
ঘেটুপুত্র কমলাঃ আমার প্রতিক্রিয়া
বছর দুয়েক আগে হুমায়ূন আহমেদের একটা সাক্ষাৎকার পড়েছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার একপর্যায়ে তাঁর পরবর্তী ছবির প্রসঙ্গেও বললেন। সে ছবির কাহিনী আবর্তিত হবে এক শতাব্দী আগে হারিয়ে যাওয়া এদেশের পূর্বাঞ্চলীয় এক লোকসঙ্গীতধারাকে কেন্দ্র করে, সাধারণের কাছে যেটা পরিচিত ছিল ঘেটুগান নামে। বর্ষায় সিলেট-হবিগঞ্জ এলাকার হাওড় অঞ্চলের মানুষ তিনমাস পানিবন্দী থাকতো, কাজকর্ম থাকতো না, অবসর কাটাতে…