-
স্থূলতা নিয়ে স্থূল ভাবনা
সিরিয়াসনেস স্কেলে এই লেখার মান শূণ্য। তারপরও যদি কেউ অফেন্ডেড হন, তার দায় পাঠকের। বেশ অনেকবছর ধরেই বডি-পজিটিভিটি মুভমেন্টটা দেখে আসছি। যাদের কাছে ব্যাপারটা নতুন, সহজ করে বললে, নিজের শরীর বা চেহারা যেমনই হোক, ইতিবাচকভাবে নিতে হবে। সমাজ, পপ কালচার, মিডিয়া, ইত্যাদি সৌন্দর্যের যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে, তাতে ভ্রূক্ষেপ করা চলবে না। কালো-ধলো, লম্বা-বেটে,…